একাধিক শহরে বাড়ল জ্বালানির দাম! কলকাতায় আজ পেট্রল কত? https://ift.tt/jW604vx - MAS News bengali

একাধিক শহরে বাড়ল জ্বালানির দাম! কলকাতায় আজ পেট্রল কত? https://ift.tt/jW604vx

ফের একবার কমতে শুরু করেছে অশোধিত তেলের দাম। দিন কয়েক আগেও 79 ডলার প্রতি ব্যারেলে বিক্রি হয়েছে অশোধিত তেল। সেই দাম ফের একবার ব্যারেল প্রতি 74 ডলারে এসে ঠেকেছে। এদিকে সোমবার সকালে সরকারি তেল সংস্থাগুলিও দেশের একাধিক শহরে জ্বালানির দাম বাড়িয়েছে। তবে দিল্লি, কলকাতার মতো মেট্রো শহরে জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি।সরকারি তেল সংস্থাগুলির প্রদত্ত তথ্য অনুযায়ী, পেট্রলের দাম 10 পয়সা বেড়ে লখনউতে প্রতি লিটার পেট্রলের দাম হয়েছে 96.57 টাকা। যদিও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বিহারের রাজধানী পাটনায় পেট্রলের দাম 32 পয়সা বেড়ে 108.12 টাকা প্রতি লিটারে পৌঁছেছে। একইসঙ্গে ডিজেলও 30 পয়সা বেড়ে প্রতি লিটার 94.86 টাকায় বিক্রি হচ্ছে। এমনকি হরিয়ানার শহর গুরগাঁওতেও পেট্রলের দাম 4 পয়সা বেড়ে, প্রতি লিটারে 96.93 টাকা পৌঁছেছে। দেশের 4 মহানগরে পেট্রল- ডিজেলের দাম জেনে নিনদিল্লিতে পেট্রল 96.65 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.82 টাকামুম্বইতে পেট্রল 106.31 টাকা এবং ডিজেল প্রতি লিটার 94.27 টাকা চেন্নাইতে পেট্রল 102.63 টাকা এবং ডিজেল 94.24 টাকা প্রতি লিটারকলকাতায় পেট্রল 106 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.76 টাকাকোন কোন শহরে জ্বালানির দামে পরিবর্তন এসেছে?লখনউতে পেট্রল হয়েছে 96.57 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.72 টাকা।গুরগাঁওতে পেট্রল হয়েছে 96.93 টাকা এবং ডিজেল প্রতি লিটার 89.80 টাকা।পাটনায় পেট্রল হয়েছে 108.12 টাকা এবং ডিজেল প্রতি লিটার 94.86 টাকা।প্রতিদিন সকাল 6 টায় জানা যায় পেট্রল- ডিজেলের দামপ্রতিদিন সকাল 6টায় পেট্রল ও ডিজেলের দামে পরিবর্তিত হয়। সকাল 6টা থেকে ওই দিনের জন্য জ্বালানির নতুন দাম প্রযোজ্য হয়। পেট্রল ও ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট এবং অন্য ট্যাক্স যোগ করার পরে, এর দাম মূল দাম থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই পেট্রল এবং ডিজেলের দাম এত বেশি হয়ে যায়। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 9224992249 নম্বরে RSP এর পরে সিটি কোড ও BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে একটি এসএমএস পাঠালেই জানা যাবে পেট্রল - ডিজেলের দাম।অশোধিত তেলের দাম জেনে নিনবর্তমানে অশোধিত তেলের দামে উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সামগ্রিক ভাবে অশোধিত তেলের দাম রয়েছে কমই। বর্তমানে অশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম রয়েছে 75 ডলার।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/OPstIgi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads