সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, লাভ দিচ্ছে কোন কোন স্টক? https://ift.tt/FhGteMp - MAS News bengali

সপ্তাহের শুরুতেই চাঙ্গা শেয়ার বাজার, লাভ দিচ্ছে কোন কোন স্টক? https://ift.tt/FhGteMp

সোমবার ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা হয়ে দৌড় শুরু করেছে। সেনসেক্সের পাশাপাশি নিফটি 50-ও চড়চড় করে বাড়ছে। ব্যাঙ্ক নিফটিতেও দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। বেলা সাড়ে 10টায় সেনসেক্স ছিল 57,762 পয়েন্টে। নিফটি 50 রয়েছে 17,017 পয়েন্টে। এদিন প্রায় 0.33 শতাংশ বৃদ্ধি পয়েছে নিফটি 50। ব্যাঙ্ক নিফটি সকালে পজিটিভ নোটে শুরু করলেও বিক্রি বাড়ায় সূচকটি বেলা সাড়ে 10টার পরে রেড জোনে চলে যায়। এদিন বেলা 10টা 45 পর্যন্ত ভালো পারফর্ম করা স্টকের তালিকায় রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স। স্টকটি এদিন 1.85 শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের 40 টাকার বেশি লাভ দিয়েছে। ওএনজিসি-র শেয়ারের দর 1.77 শতাংশ বেড়েছে। হিন্ডালকোর শেয়ারের দর বেড়েছে 1.62 শতাংশ। পাশাপাশি ফার্মা স্টকগুলি এদিন ভালো পারফর্ম করছে। ডঃ রেড্ডি ল্যাবসের শেয়ার এদিন 1.08 শতাংশ বেড়ে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে। ডিভিস ল্যাবের শেয়ারের দর এদিন 1.53 শতাংশ বেড়েছে। টাটা স্টিলের শেয়ারের দর বেড়েছে 0.88 শতাংশ।এদিন বাজারে সবচেয়ে খারাপ পারফর্ম করা স্টকের মধ্যে সর্বাগ্রে নাম রয়েছে আদানি গ্রুপের শেয়ারের। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর 3.31 শতাংশ কমেছে প্রাথমিক 90 ঘণ্টাতেই। আদানি পোর্টসের শেয়ারের দর 1.56 শতাংশ কমেছে। এছাড়া টাটা মোটরসের শেয়ারের দর 0.48 শতাংশ কমেছে। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের স্টকও অনেকটা নিচে নেমেছে।আদানি গ্রুপের সবকটি স্টক এদিন প্রাথমিক ট্রেডিং সেশনে রয়েছে রেড জোনে। আদানি এন্টারপ্রাইজ থেকে শুরু করে অম্বুজা সিমেন্ট সব স্টকেরই হাল খারাপ। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর 2.44 শতাংশ নিচে। আদানি টোটাল গ্যাসে 5 শতাংশের ক্ষতি। আদানি পাওয়ারেও প্রায় 5 শতাংশের ধস দেখা গিয়েছে। আদানি ট্রান্সমিশনেও ক্ষতি ধরা পড়েছে 4.76 শতাংশ।এদিন সকালেই দেখা গিয়েছিল এশিয়ান বাজারে বুলিশ ট্রেন্ড। ফলে ভারতীয় শেয়ার বাজারও যে গ্রিন জোনে থাকবে, সেই আশা ছিল। দিনের শুরুতে সেই আশা বাস্তব হতে দেখা গিয়েছে। তবে আদানি গ্রুপের স্টকগুলি বাজারকে নিচের দিকে নামিয়েছে। আরও ক্ষতির আশঙ্কায় বিক্রি শুরু করেচেন ট্রেডারেরা। এদিন ট্রেডারদের গাইড হিসেবে ভালো পারফর্মারের তালিকায় রয়েছে অরবিন্দ ফার্মা লিমিডেট, এটি এদিন 2.58 শতাংশ বেড়েছে। পাশাপাশি পাওয়ার গ্রিড কর্পও এদিন ভালো ইন্ট্রাডে শেয়ার হিসেবে লাভ দিয়েছে। ভারতী এয়ারটেলের স্টকটিও রয়েছে গ্রিন জোনে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/3GtIN1F
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads