গৃহসমীক্ষার জায়গায় হচ্ছে জনসমীক্ষার কাজ! অভিযোগে আশা কর্মীকে হেনস্থা, শোরগোল গোঘাটে https://ift.tt/BKgWeTR - MAS News bengali

গৃহসমীক্ষার জায়গায় হচ্ছে জনসমীক্ষার কাজ! অভিযোগে আশা কর্মীকে হেনস্থা, শোরগোল গোঘাটে https://ift.tt/BKgWeTR

West Bengal News : নিয়ে অভিযোগ আসায় স্থানীয় কিছু সমীক্ষার কাজে পাঠানো হচ্ছে আশা কর্মীকে। গৃহ সমীক্ষার জায়গায় সেই আশা কর্মী জনসমীক্ষা করছে NRC-র জন্য। এমনই অভিযোগ তুলে সেই আশা কর্মী, তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের নিগ্রহ করার অভিযোগ স্থানীয় এক তৃণমূলের এক বুথ সভাপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হুগলি জেলার গোঘাটে। ঘটনার প্রতিবাদে BDO-র দ্বারস্থ আশা কর্মীরা। গৃহ সমীক্ষার কাজ সঠিক ভাবে করা যাবে না। স্থানীয় তৃণমূল নেতার কথা না শোনায় এবার আক্রান্ত এক আশা কর্মী। শুধু তাই নয়, মারধর করা হয় আশা কর্মীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের অঞ্চল যুব সভাপতির বিরুদ্ধে। ঘটনায় আশা কর্মীরা একজোটে BDO-র দ্বারস্থ হন। দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের সিদ্ধান্ত নেয়। জানা গিয়েছে, গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় আবাস যোজনার কিছু কাজের দ্বায়িত্ব পায় আশা কর্মী রেশমা বেগম। সেই মত গত কয়েকদিন ধরেই সেই সমীক্ষার কাজ করে সে। সেই সমীক্ষায় নাকি জন সমীক্ষার কাজ করা হচ্ছে। এর জন্য সবাইকে NRC-র আওতায় পড়তে হতে পারে। এমনই অভিযোগ তুলে আশা কর্মীকে ও তাঁর পরিবারের সদস্যের নিগ্রহ করার অভিযোগ। স্থানীয় তৃণমূল বুথ সভাপতি রোওশনা আলী খাঁয়ের বিরুদ্ধে অভিযোগের। সেই ঘটনায় গোঘাট ২ নং ব্লকের একজোট হয়ে প্রথমে বিএমওএইচ ও পরে গোঘাট ২ নং BDO-কে অভিযোগ জানায়। পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির না হওয়া পর্যন্ত তাঁরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আক্রান্ত আশা কর্মী রেশমা বেগম বলেন, "আমি গৃহ সমীক্ষার কাজ করছিলাম। এদিন বাড়িতে গিয়ে রোওশনা আলী খাঁ তার দলবল নিয়ে আমার স্বামী, শ্বাশুড়ি ও আমাকে মারধর করে। তাই BDO অফিসে আসি।" দুই আশা কর্মী সংগঠনের ব্লক সভাপতি প্রণতি মুখোপাধ্যায় বলেন, "আমাদের সহকর্মী রেশমা বেগম ও তার স্বামী শ্বাশুড়িকে মারধর করে তৃণমূল যুব সভাপতি রোওশনা আলী সহ বেশ কয়েক জন। জনসমীক্ষার কাজ করতে গিয়ে আক্রান্ত হন। যতদিন না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন কাজ বন্ধ থাকবে।"বিষয়টি নিয়ে অভিযুক্ত বুথ সভাপতির কোনও মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা নিয়ে কোনও আধিকারিক ক্যামেরার সামনে মুখ না খুললেও গোঘাট ২ নং অরুণ ক্যাউড়া জানান, "এ ধরনের ঘটনা দল সমর্থন করে না। দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে। আইন আইনের মতো চলবে।"


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/JRa4ZKP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads