ধরা ছোঁয়ার বাইরে কাঁচা আম! বাজারে গিয়ে সস্তায় কী কী কিনবেন? https://ift.tt/3bnNDvW - MAS News bengali

ধরা ছোঁয়ার বাইরে কাঁচা আম! বাজারে গিয়ে সস্তায় কী কী কিনবেন? https://ift.tt/3bnNDvW

কলকাতায় মাছও মাংসের দাম এই মুহূর্তে রয়েছে চড়া। প্রায় 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিকেন, মাছের বাজারে বড় মাছে আগুন দাম। তবে স্বস্তি রয়েছে সবজি বাজারে। শীত চলে গেলেও কলকাতায় সবজির দাম রয়েছে অপেক্ষাকৃত অনেকটাই কম। সবচেয়ে সস্তায় মিলছে আলু। দেখে নেওয়া যাক সোমবারের বাজারদরের আপডেট।সবজি বাজারের দাম দেখে নিনকলকাতায় জ্যোতি আলুর কেজি রয়েছে 14 -15 টাকা। চন্দ্রমুখী আলু বিকোচ্ছে 20 টাকা কেজিতে। গাজরের প্রতি কেজির দাম রয়েছে 30 টাকা, ঢ্যাঁড়শ প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এঁচড়ের কেজি রয়েছে 40- 50 টাকা। বেগুনের দাম রয়েছে 40 টাকা কেজি। টমেটোর প্রতি কেজির দাম রয়েছে 20- 25 টাকা কেজি। কুমড়োর কেজি প্রতি দাম রয়েছে 30 টাকা। এছাড়াও কাঁচকলার প্রতি পিসের দাম 6 টাকা। প্রতি পিস লেবুর দাম রয়েছে 3 টাকা। উচ্ছের প্রতি কেজির দাম 50 টাকা। পেঁয়াজের দাম রয়েছে 30 টাকা কেজি, কাঁচা আমের কেজি রয়েছে 90- 100 টাকা। পটলের প্রতি কেজি রয়েছে 60 টাকা। আজ মাছ বাজারের দামএবার যদি মাছ বাজারের দিকে নজর দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে, বড় মাছের মধ্যে একমাত্র রুই মাছের দাম রয়েছে কম। এছাড়া কম টাকায় পাওয়া যাবে লোটে, তেলাপিয়া- লাইলনটিকার দাম। রুইয়ের প্রতি কেজির দাম রয়েছে 200 টাকা, লোটে মাছের কেজি 120 টাকা। লাইলনটিকার প্রতি কেজি রয়েছে 160 টাকা। সিলভার কাপের কেজিও রয়েছে 160 টাকা।অন্যদিকে, কাতলা মাছের কেজি রয়েছে 400 টাকা, ভেটকি মাছের কেজি রয়েছে 500 টাকা। পাবদা মাছের প্রতি কেজির দাম রয়েছে 350 টাকা। এছাড়া জিওল মাছেরও দাম চড়া। কইয়ের মতো মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। শিঙি মাছের কেজি রয়েছে 350 টাকা। নজরে মাংসের দামমাংসের দাম রয়েছে ব্যাপক চড়া। চিকেন প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে 240 টাকাতে। গোটা মুরগির প্রতি কেজির দাম 140- 150 টাকা। অন্যদিকে, মাটনের প্রতি কেজির দাম রয়েছে 720 - 800 টাকা কেজি। পাশপাি বর্তমানে ডিমও রয়েছে সস্তা। জোড়া ডিম বিক্রি হচ্ছে 10 টাকা দরে। প্রতি ট্রে ডিমের দাম রয়েছে 135- 140 টাকা।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Kc0k7rJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads