ব্রাত্য ঋদ্ধি, বিরাটদের জন্য নতুন কেন্দ্রীয় তালিকা প্রকাশ BCCI-এর https://ift.tt/iJr8Y6p - MAS News bengali

ব্রাত্য ঋদ্ধি, বিরাটদের জন্য নতুন কেন্দ্রীয় তালিকা প্রকাশ BCCI-এর https://ift.tt/iJr8Y6p

ভারতীয় ক্রিকেটের জন্য ২০২৩ সালটা অন্যতম বড় হতে চলেছে। এই বছর যেমন রয়েছে দুটো ICC ইভেন্ট, তেমনই এবার রয়েছে হোম ও অ্য়াওয়ে ফর্ম্যাটে IPL। ফলে ঠাসা ক্রীড়াসূচির মধ্যে প্লেয়ারদের চোট আঘাত থেকে বেঁচে খেলা চালিয়ে যাওয়াটা বড় চ্যালেঞ্জ। এবার এই পরিস্থিতিতে IPL-এর আগে বড় সিদ্ধান্ত নিল BCCI। ২০২২-২৩ মরশুমের জন্য নতুন ঘোষণা করল। এতদিন A+ ক্যাটাগরিতে ছিলেন তিনজন প্লেয়ার। এবার সেই তালিকায় বাড়ল আর একটি নাম। একধাপ উপরে উঠে A+ তালিকায় জায়গা করে নিলেন রবীন্দ্র জাদেজা। এতদিন এই তালিকায় ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। এবার যোগ হলেন জাদেজা। এই তালিকায় থাকা প্লেয়াররা বছরে BCCI-এর থেকে ৭ কোটি টাকা বেতন পান। যদিও ২০২২ সালের জুলাই মাস থেকে চোট পেয়ে বাইরে রয়েছেন বুমরাহ, তাও তিনি নিজের জায়গা ধরে রাখলেন।একধাপ নিচে নেমেছেন ভারতের প্রাক্তন সহ অধিনায়ক কেএল রাহুল। A থেকে তাঁকে B তে নামানো হয়েছে। গ্রেড A-তে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেলকে। এরা ৫ কোটি টাকা করে পাবেন।গ্রেড B-তে আছেন চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। এই গ্রেডে থাকা প্লেয়াররা পাবেন ৩ কোটি টাকা করে। শুভমান গিল এই গ্রেডে নতুন। এতদিন তিনি গ্রেড C-তে ছিলেন। এবার তাঁর প্রোমোশন হল।গ্রেড C-তে আছেন উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও শ্রীকার ভরত। এরা পাবেন ১ কোটি টাকা। এই তালিকায় থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে। গতবার তাঁরা গ্রেড B-তে ছিলেন। এবার পুরোপুরি বেরিয়ে গেলেন।এছাড়া বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, হনুমা বিহারি, ময়ঙ্ক আগরওয়াল ও দীপক চাহার। এরা সবাই গতবার গ্রেড C-তে ছিলেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার জন্য বাদ দেওয়া হয়েছে। প্লেয়ারদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বাড়ানোর। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্লেয়ারদের থেকে ভারতের প্লেয়ারদের বেতন কম। কিন্তু তা মানা হল না। প্লেয়ারদের বোনাসও একই রাখা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/ANw2S6m
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads