ওডিন স্মিথ ঘোরালেন ম্যাচের মোড়, ২০৫ করেও হারতে হল RCB-কে https://ift.tt/0uScTwA - MAS News bengali

ওডিন স্মিথ ঘোরালেন ম্যাচের মোড়, ২০৫ করেও হারতে হল RCB-কে https://ift.tt/0uScTwA

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ মরশুমে রবিবার আয়োজিত দ্বিতীয় ম্যাচে জবরদস্ত লড়াই দেখতে পাওয়া গেল। একটা সময় মনে হয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) একপেশে ম্যাচটা জিতে যাবে। কিন্তু শেষবেলায় পঞ্জাব কিংস (PBKS) যেভাবে ধামাকাদার ব্যাটিং করল এবং ম্যাচটা জিতে যায়। পঞ্জাব কিংস দলের হয়ে দুরন্ত ব্যাটিং করলেন এবং শাহরুখ খান। এই দুই ব্যাটারই কার্যত বেঙ্গালুরুর মুঠো থেকে এই ম্যাচটা ছিনিয়ে নিয়ে যায়। শেষ ৫ ওভারে পঞ্জাব কিংসের ৫০ রানের দরকার ছিল। এরপর ওডিন স্মিথ এবং শাহরুখ খান বিধ্বংসী ব্যাটিং করেন। ওডিন স্মিথ মাত্র ৮ বলে ২৫ রান করেন। ইতিমধ্যে তিনি একটা বাউন্ডারি হাঁকিয়েছেন এবং তিনটে ছক্কা। দিতে হল ক্যাচ মিসের খেসারত! তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল একই ওভারে দু'বার ওডিন স্মিথের ক্যাচ মিস করে। এর পরিণতি দলকে ভুগতে হল। এরপরই স্মিথ রানের বন্যা বইয়ে দেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে IPL নিলামে ওডিন স্মিথকে দলে নেওয়া নিয়ে জোর দড়ি টানাটানি দেখা গিয়েছিল। শেষপর্যন্ত পঞ্জাব কিংস ৬ কোটির বিনিময়ে তাঁকে দলে নিয়ে নেয়। জামাইকার এই ক্রিকেটার গত কয়েকমাস ধরেই বড় শট খেলার জন্য যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন। ২০৫ রান করেও হারতে হল RCB ব্রিগেডকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে ২০৫ রান করেছিল। দলের নতুন অধিনায়ক ফাফ ডু প্লেসি ৮৮ রান করে শুরুটা দারুণ করেছিলেন। এছাড়া দীনেশ কার্তিকও ১৪ বলে ৩৩ রান করেন। এটা চলতি IPL মরশুমের প্রথম ২০০+ রান ছিল। কিন্তু তারপরেও RCB ব্রিগেড এই ম্যাচে জয় হাসিল করতে পারেনি। যদি পঞ্জাব কিংস দলের ব্যাটিংয়ের কথা বলতে হয়, তাহলে এরাও শুরুটা বেশ ভালোই করেছিল। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ৩২, শিখর ধাওয়ান ৪৩, ভানুকা রাজাপাক্ষে ৪৩ রানের ইনিংস খেলেন। শেষবেলায় শাহরুখ খান ২০ বলে ২৪ রান করেন এবং ওডিন স্মিথ করেন ৮ বলে ২৫ রান। এই ম্যাচে সেরা নির্বাচন করা হয়েছে ওডিন স্মিথকে। তিনি বললেন, "আমরা চেষ্টা করেছিলাম, শুরুটা যেন ভালো করতে পারি। এটা মনে করা হয়েছিল যে শুরুটা ভালো করলেও শেষদিকে একটা পাওয়ার হিটিংয়ের ব্যবস্থা রাখতেই হবে। বল হাতে আমি খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারিনি। তবে ব্যাট হাতে সেটা পুষিয়ে দিয়েছি।"


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/wNxJyro
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads