মাত্র ১ বলের জন্য 'ভিলেন' ভুবনেশ্বর! লজ্জার হার হায়দরাবাদের https://ift.tt/vT0QUfp - MAS News bengali

মাত্র ১ বলের জন্য 'ভিলেন' ভুবনেশ্বর! লজ্জার হার হায়দরাবাদের https://ift.tt/vT0QUfp

IPL 2022 মরশুমের পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ২১০ রানের বিশাল টার্গেট খাড়া করেছিল। উইলিয়ামসন ব্রিগেডের কোনও বোলারই মঙ্গলবার তেমন কেরামতি দেখাতে পারেনি। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই এই চাপ নিতে পারেনি হায়দরাবাদ। শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে থাকে। অবশেষে ৬১ রানে পরাস্ত হতে হয়। তবে ভুবনেশ্বর কুমার এই ম্যাচে এমন একটা বল করে ফেলেন, যারজন্য ইতিমধ্যেই তাঁকে কার্যত 'ভিলেন'-এর তকমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই বলের কারণেই ভিলেন হয়েছেন ভুবনেশ্বর সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আয়োজিত এই ম্যাচে জস বাটলারের ভাগ্যটা যথেষ্ট ভালো ছিল। হায়দরাবাদের হয়ে প্রথম ওভার করতে এসেছিলেন ভুবনেশ্বর কুমার। তিনি ইনিংসের শুরুতেই জস বাটলারের উপর চাপ বাড়াতে থাকেন। এবং হাত খুলে স্ট্রোক খেলতে দিচ্ছিলেন না। এরপর প্রথম ওভারেই বাটলারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ভুবি। কিন্তু, ঠিক সেইসময়ই আম্পায়ার নো বলের ইশারা করেন। এবং বাটলারকে আর সেইসময় ফিরে যেতে হয়নি। এভাবেই আরও একটা জীবন পেলেন বাটলার ভুবনেশ্বর কুমার নিজের প্রথম চারটে বল যথেষ্ট ভয়ঙ্কর ডেলিভারি করেছিলেন। আর সেকারণেই বাটলার কোনও রান করতে পারেননি। তাঁর ছন্দ দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল যে মঙ্গলবারের এই ম্যাচে তিনি বিশেষ কিছু করার প্ল্যান করছিলেন। কিন্তু, পঞ্চম বলেই তাঁকে ভিলেনের কাঠগড়ায় দাঁড় করানো হয়। পঞ্চম বলে জস বাটলার জোরদার একটা শট মেরেছিলেন। সেই বলে আবদুল সামাদ দুরন্ত একটা ক্যাচ নেন। জস বাটলার নিজের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরত যাচ্ছিলেন। ঠিক সেইসময় তিনি নো বলের ইশারা করেন। আর সঙ্গে সঙ্গে ভিলেন হয়ে যান ভুবনেশ্বর কুমার। নিজের চার ওভারের কোটায় ভুবনেশ্বর কুমার ২৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। রাজস্থান জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস মোট ২১০ রান করে। রাজস্থানের হয়ে সবথেকে বেশি রান করেন সঞ্জু স্যামসন করেন। ২৭ বলে ৫৫ রান করেন তিনি। স্যামসন ছাড়াও জস বাটলার ২৮ বলে ৩৫ রান করেন। যশস্বী জয়সওয়ান ২০ রানের সঙ্গত দেন। এছাড়া দেবদত্ত পাডিক্কল ২৯ বলে ৪১ রান করেন। অবশেষে শিমরন হেটমায়াক ১৩ বলে ৩২ রান করেন। এরমধ্যে তিনটে লম্বা লম্বা ছক্কা ছিল। এই ব্যাটারদের সাহায্যেই রাজস্থান পাহাড় সমান রান খাড়া করে। হায়দরাবাদের কোনও বোলারই সেভাবে কামাল দেখাতে পারেনি।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/6SmGsCn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads