অতিধনীদের তালিকায় বিশ্বের সেরা দশে মুকেশ আম্বানি! সম্পত্তি কত জানেন? https://ift.tt/kcXSsA4 - MAS News bengali

অতিধনীদের তালিকায় বিশ্বের সেরা দশে মুকেশ আম্বানি! সম্পত্তি কত জানেন? https://ift.tt/kcXSsA4

অতিধনীদের তালিকা ফের একবার প্রকাশিত। সারা বিশ্বজুড়ে যে শ্রেষ্ঠ ধনী শিল্পপতিদের মধ্যে অনেক রথী-মহারথীরই স্থান এই তালিকায় হয়েছে। ভারত থেকেও বাদ যাননি, দেশের শ্রেষ্ঠ দুই শিল্পপতিও। মুকেশ আম্বানি, এবং গৌতম আদানি ( and )। এই দুই শিল্পপতিই বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় স্থান পেয়েছেন। তবে একটুর জন্য সেরা দশের তালিকা হাতছাড়া হয়েছে গৌতম আদানির ( Gautam Adani)। তবে তালিকায় সেরা দশে আছেন মুকেশ আম্বানি ( Mukesh Ambani)। কোভিড অতিমারির সময় গৌতম আদানি বনাম মুকেশ আম্বানির ( Mukesh Ambani vs Gautam Adani) আর্থিক শ্রী বৃদ্ধির প্রতিযোগিতা দেখেছে গোটা দেশ। একাধিকবার এই খবরও সামনে এসেছিল, যে গৌতম আদানি নাকি ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন মুকেশ আম্বানিকে। যদিও সেই খবরের সারবত্তা নিয়ে কিছু অরশ্ন ছিল। যাই হোক বর্তমান যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকা অনুযায়ী গৌতম আদানি 11 নম্বরে এবং মুকেশ আম্বানি 9 নম্বরে। অর্থাৎ তালিকার হিসাব রাখলে এটুকু বলা যায় যে, এই মুহুর্তে ভারতের ধনীদের তালিকায় সবার উপরে মুকেশ আম্বানি ( Mukesh Ambani)। তারপরে গৌতম আদানি ( Gautam Adani)। Read More : দুজনের সম্পত্তির পরিমাণ কত? মুকেশ আম্বানির ( Mukesh Ambani) সম্পত্তির পরিমাণ 100 আরব ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখানে অবশ্য একটি বিষয় আছে। মাঝে গৌতম আদানির সম্পদ সত্যিই বৃদ্ধি পেয়েছিল। লাগাতার শেয়ার বাজারে সাফল্য আদানিকে সম্পদ বৃদ্ধির প্রশ্নে অনেকটা এগিয়ে দিয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে আবার মুকেশ আম্বানির সম্পত্তি অনেকটা বৃদ্ধি পাওয়ায়, তিনি আদানিকে পিছনে ফেলে দিয়েছেন। বর্তমানে সম্পত্তির হিসাব করলে দেখা যাবে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ 90.4 আরব ডলার। সেখানে মুকেশ আম্বানির 89.2 আরব ডলার ছিল ফেব্রুয়ারিতে। তবে হালফিলে তা ছাপিয়ে গিয়েছেন মুকেশ আম্বানি। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ 98.4 আরব ডলার এবং গৌতম আদানির 97.1 আরব ডলার। তবে শীর্ষস্থানে রয়েছেন টেসলা প্রধান এলন মাস্ক ( Elon Musk)। তাঁর মোট সম্পত্তির পরিমাণ 270.9 আরব ডলার। দ্বিতীয় স্থানে জেফ বেজস ( Jeff Bezos)। Read More :


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/4lJBHG1
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads