করোনায় এইডস আক্রান্তদের ত্রাতা স্পুটনিক ভি, দাবি সমীক্ষায় https://ift.tt/63RMVHX - MAS News bengali

করোনায় এইডস আক্রান্তদের ত্রাতা স্পুটনিক ভি, দাবি সমীক্ষায় https://ift.tt/63RMVHX

আক্রান্তদের জন্য বড় স্বস্তি। যাঁরা এই ভাইরাসের দ্বারা আক্রান্ত, তাঁদের COVID-19-এর সংক্রমণ থেকে বাঁচাবে রাশিয়ার তৈরি করোনার টিকা ()। এমনটাই দাবি করেছে বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট (The Lancet)। The Lancet-এ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, HIV আক্রান্তদের মধ্যে করোনার সংক্রমণ আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্পুটনিক ভি। গোটা বিশ্বে রাশিয়া ছাড়াও ভারত, আমেরিকা, চিন-সহ বিভিন্ন দেশ করোনার টিকা তৈরি করেছে। কিন্তু, তার মধ্যে কোনওটিই এইডসের রোগীদের এই স্বস্তি দিতে পারবে না বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, রাশিয়া শুধুমাত্র স্পুটনিক ভি নয়, সেইসঙ্গে এই টিকার আরও একটি উন্নত সংস্করণও আবিষ্কার করেছে। যার পোশাকি নাম স্পুটনিক লাইট (Sputnik Light)। স্পুটনিক ভি-র ক্ষেত্রে ঠেকাতে দুটি ডোজ নিতে হয়। কিন্তু, স্পুটনিক লাইট একটি নিলেই নাকি করোনাকে দূরে রাখা সম্ভব। আর যদি তারপরও কেউ কোভিডে আক্রান্ত হন, তাহলেও শরীরের বড় কোনও ক্ষতি হয় না। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই দাবি করেন। এই দুটি টিকা তৈরির নেপথ্যে রয়েছে The Gamaleya National Research Center of Epidemiology and Microbiology and the Russian Direct Investment Fund (RDIF)। বিশেষজ্ঞদের মতে, যাঁরা আগে থেকেই এইডসে আক্রান্ত, তাঁরা যদি করোনার কবলে পড়েন, তাহলে তাঁদের অবস্থা বাকিদের তুলনায় দ্রুত খারাপ হতে পারে। কিন্তু, স্পুটনিক ভি টিকার দুটি ডোজ নেওয়া থাকলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়। বাড়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতাও। এইডস রোগীদের কীভাবে কোভিড থেকে সুরক্ষিত রাখা যায়, সেই সম্পর্কে ইতিমধ্যেই গবেষণা, সমীক্ষা শুরু হয়েছে। সেই কর্মকাণ্ডের জেরেই স্পুটনিক ভি-এর কার্যকারিতা গবষকদের সামনে এসেছে। এইপরীক্ষার জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল রাশিয়ার রাজধানী মস্কো শহরকে। সেখানে ২৪ হাজারেরও বেশি এইডস রোগীর উপর এই সমীক্ষা চালানো হয়। তাতে দেখা যাচ্ছে, স্পুটনিক ভি-এর কার্যক্ষমতা প্রায় ৭৯ শতাংশ। এই সংখ্যা যথেষ্ট স্বস্তির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও, এইডস রোগীরা স্পুটনিক ভি টিকা নেওয়ার পরও যদি তাঁদের করোনা হয়, তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা ৯০ শতাংশ রোধ করা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ৯৭ শতাংশ। প্রসঙ্গত, এই সমীক্ষা Gamaleya Center and Moscow City Center for AIDS Prevention and Control পক্ষ থেকে করানো হয়েছিল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/Pe5yHKm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads