Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36dIscl
দুর্যোগের দাপট বাড়ছে উত্তরবঙ্গে, রবিবার থেকে বৃষ্টি বাড়বে শহরেও https://ift.tt/2V5jARJ
এই সময় ডিজিটাল ডেস্ক: দুর্যোগ ক্রমশই বাড়ছে উত্তরবঙ্গে ()। প্রবল বৃষ্টিপাতে ভাসছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার সহ একাধিক জেলা। আগামী ২-৩ ঘণ্টায় মধ্যে ফের ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে সতর্কতা। শনিবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়বে বলেও জানা গিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর৷ এদিকে, সপ্তাহের শেষ লগ্নে ফের বৃষ্টিমুখর কলকাতা (Kolkata)। কখনও রোদ, কখনও বৃষ্টির দাপটে বেশ কিছুদিন ধরেই গরম বাড়ছিল। ভ্যাপসা আবহাওয়ার মাঝে দু এক পশলা বৃষ্টি উত্তাপ যেন আরও খানিকটা বাড়িয়ে তুলছিল। আগামী কয়েক ঘন্টায় গাঙ্গেয় উপকূলের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ()। নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ৮ জুলাই পর্যন্ত হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়৷ এদিকে এদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এদিন ভারী বৃষ্টিপাত হবে না, সে কথাও জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির দাপট মূলত বাড়বে রবিবার থেকে। কোথায় কত বৃষ্টিপাত? শুক্রবার রাত পর্যন্ত কলকাতায় গড় বৃষ্টিপাত হয়েছে ৮.৬ মিলিমিটার। আসানসোলে ৭.৯ মিলিমিটার। বাগাটিতে ৬ মিলিমিটার। বাঁকুড়ায় ২২.৪ মিলিমিটার। ব্যারাকপুরে ১০ মিলিমিটার। বর্ধমানে ১.৪ মিলিমিটার। ক্যানিংয়ে ৪১ মিলিমিটার। কাঁথিতে ৫২ মিলিমিটার। কোচবিহারে ৩২.১ মিলিমিটার, শিলিগুড়িতে ৩৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোচবিহারে ১৫.৯ মিলিমিটার। দার্জিলিঙে ৩০.২ মিলিমিটার। ডায়মন্ডহারবারে ৪০.৬ মিলিমিটার। দিঘায় ৩০.১ মিলিমিটার। দমদমে ১৪.৮ মিলিমিটার। হলদিয়ায় ৩৮ মিলিমিটার, জলপাইগুড়িতে ৬০.২ মিলিমিটার, কলাইকুণ্ডায় ৯ মিলিমিটার, কালিম্পংয়ে ৬ মিলিমিটার, মাদায় ২৯.৭ মিলিমিটার, মেদিনীপুরে ৭.৪ মিলিমিটার, পানাগড়ে ১৭ মিলিমিটার, পুরুলিয়ায় ৩ মিলিমিটার, সল্টেলেকে ২২.৬ মিলিমিটার।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/36dIscl
Previous article
Next article
Leave Comments
Post a Comment