Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3v22zEb
দুর্যোগের পূর্বাভাস বাংলায়, আগামী ২-৩ ঘণ্টায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি https://ift.tt/3v1e8vm

এই সময় ডিজিটাল ডেস্ক: বর্ষা প্রবেশের আগেই প্রবল দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। একদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ অন্যদিকে ভরা কোটালে জারি সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে পাঁচ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় আকাশ থাকবে মেঘলা। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা তেমন না কমলেও চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরেই বাংলায় প্রবেশ করবে বর্ষা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার আগে প্রাক-বর্ষার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বজ্রপাত থেকে বাঁচতে সাবধনতা অবলম্বনের উপর জোর দিয়েছে আবহাওয়া দফতরও ১০ জুন থেকে ১৪ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের দরুন সতর্কবার্তা জারি করেছে রাজ্য সরকারও। এছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশে থেকে দক্ষিণ বিহার হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ১১ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে রাজ্যে বর্ষার প্রবেশে শুরু হবে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি। ওই দিন থেকে দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় ভারি বৃষ্টির সম্ভাবনা। এরসঙ্গেই জুড়েছে বানের আতঙ্ক। ২৬ তারিখ ফের আসতে চলেছে বান, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে আগাম প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু ২৬ নয়, ১১ তারিখও আসছে বান। ২৬ তারিখের বান আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। তাই রাজ্য প্রশাসনকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৪৯ শতাংশ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3v22zEb
Previous article
Next article
Leave Comments
Post a Comment