আশার আলো! করোনায় দেশে কমল মৃত্যুর সংখ্যা https://ift.tt/3idQZTN - MAS News bengali

আশার আলো! করোনায় দেশে কমল মৃত্যুর সংখ্যা https://ift.tt/3idQZTN

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে করোনায় () কিছুটা স্বস্তি মিলল। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা আশার আলো দেখাল। একদিনে দেশে মৃত্যুর সংখ্যা কমল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২৮৮৭ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৪১৩। এদিকে, বাংলায় দৈনিক সংক্রমণের (Covid-19 update) সংখ্যা আরও কমল। ১০ হাজারের নীচে নেমে গেল নতুন করে আক্রান্তর সংখ্যা, বাড়ছে সুস্থতার হারও। কিছুটা স্বস্তি দিচ্ছে মৃত্যু সংখ্যাও। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। যা মঙ্গলবার ছিল ৯ হাজার ৪২৪ জন। করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, ১৭ হাজার ৩৮৬ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের। মঙ্গলবারের থেকে এদিন সামান্য হলেও কমেছে মৃত্যু। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্যত লকডাউন জারি করেছে নবান্ন। সুফলও মিলেছে হাতেনাতে দিন প্রতিদিন কমছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ০৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wWeh4v
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads