সলমান-কেআরকে তরজায় এবার জড়িয়ে পড়লেন Govinda! https://ift.tt/3vNr89e - MAS News bengali

সলমান-কেআরকে তরজায় এবার জড়িয়ে পড়লেন Govinda! https://ift.tt/3vNr89e

এই সময় ডিজিটাল ডেস্ক: মহারণে এবার জড়িয়ে পড়ল অভিনেতা Govinda-র নাম। ভাইজানের পর এবার স্বঘোষিত ফিল্ম সমালোচক KRK-এর বিরুদ্ধে গর্জে উঠলেন গোবিন্দা। ঠিক কী ঘটেছিল? বেশ খানিক খোলসা করে বলা যাক। গত ২৯ মে ট্যুইট করে বলেন, ‘গোবিন্দাভাই আপনার সাপোর্ট আর ভালোবাসার জন্যে অনেক ধন্যবাদ। আমি আপনাকে কখনও নিরাশ করব না।’ এই ট্যুইটের পরই নেটিজেন বিশেষ করে সলমান খানের ভক্তদের ধারণা তৈরি হয় ভাইজানের সঙ্গে কেআরকে-র যে লড়াই চলছে তাতে সলমানের বিরুদ্ধে চলে গিয়েছেন Govinda। এই বিষয়টি অভিনেতার নজরে আসতেই তিনি নড়েচড়ে বসেন। সোশ্যাল মিডিয়াতেই ঘোষণা করেন কোনওভাবেই কামাল আর খানের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। গোবিন্দা লেখেন, ‘আমি দেখছি কোনও কোনও মিডিয়া খবর ছড়াচ্ছে আমি নাকি কেআকে-কে সমর্থন করছি। বহু বছর হল KRK-এর সঙ্গে আমার কোনও যোগাযোগই নেই। এই নামে অন্য কারও কথা হয়তো উনি বলেছেন, কারণ ট্যুইটে আমাকে ট্যাগ করা নেই। এখানে একটা কথা স্পষ্ট করে দিতে চাই। স্বঘোষিত এই ফিল্ম ক্রিটিক কিন্তু আমার নামেও অনেক কুত্‍সা করছেন। আমি তো সঠিকভাবে জানিই না সলমান আর কামালের মধ্যে ঠিক কী সমস্যা হয়েছে। আমার তো মনে হচ্ছে এই প্যানডেমিক পরিস্থিতিতে নিজের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যে এই ধরনের কাজ করছেন Kamaal R Khan।’ এর আগে গায়ক মিকা সিংও (Mika Singh) কামাল আর খানের কড়া সমালোচনা করেছিলেন। আরও পড়ুন : সদ্য মুক্তি পাওয়া Radhe: Your Most Wanted Bhai-এর সমালোচনা করেছেন কামাল খান। আর সেই সমালোচনা পড়েই বেজায় চটেছেন ভাইজান। সোমবার সলমান খানের লিগাল টিম কামাল আর খানকে আইনি নোটিশ পাঠিয়েছে। কামাল আর খান নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশের ছবি শেয়ার করে লেখেন, ‘প্রিয় সলমান খান। এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি কতটা হতাশ এবং একই সঙ্গে নিরাশায় ভুগছেন। আমি আমার অনুগামীদের জন্যে রিভিউ লিখি, এটাই আমার কাজ। আমাকে রিভিউ লেখা থেকে আটকানোর চেয়ে আপনি বরং ভালো ছবি তৈরির দিকে মন দিন। আমি সত্যের জন্যে লড়াই করি। মামলার জন্যে অনেক ধন্যবাদ।’ এখানেই শেষ নয়। মজা করে কেআরকি বলেন, আদালতে মামলার নামটি বড়ই মজার হবে KhanVsKhan! তাঁর বক্তব্য, ‘কোনও প্রযোজক বা অভিনেতা যদি আমাকে তাঁর ছবির রিভিউ করতে বারন করেন আমি তার মর্যদা দিই। কিন্তু মানহানির মামলা করে প্রমাণ করলেন রাধে-র রিভিউ তাঁর উপর কতটা প্রভাব ফেলেছে। ভবিষ্যতে ওঁর আর কোনও ছবির রিভিউ আমি করব না।’ এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3i8uorM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads