কোভিডের নতুন স্ট্রেনে বেসামাল ব্রিটেন! ২৪ ঘণ্টায় নয়া আক্রান্ত ৫৩,১৩৫, মৃত্যু ৪১৪ জনের https://ift.tt/3rFxvJW - MAS News bengali

কোভিডের নতুন স্ট্রেনে বেসামাল ব্রিটেন! ২৪ ঘণ্টায় নয়া আক্রান্ত ৫৩,১৩৫, মৃত্যু ৪১৪ জনের https://ift.tt/3rFxvJW

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণে আক্ষরিক অর্থেই ত্রাহি মসুসূদন অবস্থা ব্রিটেনের! যে হারে রোজ সংক্রমণ বাড়ছে, তাতে হাসপাতালগুলির উপর চাপ বাড়ছে। সংক্রামক রোগীর ভিড় সামাল দিতে গিয়ে শোচনীয় অবস্থা। ২৯ ডিসেম্বরের রিপোর্ট জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩,১৩৫ জন। মৃত্যু হয়েছে ৪১৪ জনের। পাবলিক হেলথ ইংল্যান্ডের টুইটে এই তথ্য দেওয়া হয়েছে। PHE-র সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইজার ডাক্তার সুসান হপকিন্স ব্রিটেনের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, বিট্রেন জুড়ে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা যে অস্বাভাবিকতায় বেড়েছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। হাসপাতালগুলি সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি মনে করেন। ব্রিটেনে সবমিলিয়ে করোনা আক্রান্ত দাঁড়িয়েছে প্রায় ২৮ লক্ষ। এর মধ্যে ৭১,৩৮৬ জন ইতিমধ্যে মারা গিয়েছেন। এর আগের দিন সোমবার ৪১,৩৮৫ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। কোভিডের নতুন স্ট্রেনের কারণেই ব্রিটেনে নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে মনে করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়া এই স্ট্রেনটি অনেক বেশি সংক্রামক। যে কারণ একাধিক দেশ ব্রিটেনের উড়ান বন্ধ রেখেছে। ব্রিটেন থেকে দেশে ফেরা আট ভারতীয়ের শরীরেও ইতিমধ্যে কোভিডের এই নয়া স্ট্রেন ধরা পড়েছে। ফলে, ভারতেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারতে করোনা পরিস্থিতি এখন মোটের উপর নিয়ন্ত্রণে। কিন্তু, কোভিডের নয়া স্ট্রেনের ধাক্কায় এই রাশ যে কোনও সময় হারিয়ে যেতে পারে। নতুন স্ট্রেন সামনে আসার পর থেকেই লন্ডন সহ ব্রিটেনের একটা অংশে কড়া ভাবে লকডাউন শুরু হয়েছে। আরও পড়ুন: এদিকে, আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি হতে চলেছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আক্রান্ত ১ কোটি ৯৯ লক্ষ ৫৯ হাজার ৮৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ১ লক্ষ ৭৮ হাজার ১৪৬ জন। মৃত্যু হয়েছে ৩,২৮৩ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৪৬৪। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার সময় কোভিডে মৃতের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে যাবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34QAx4b
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads