Fashion Trends and Tips in Bangla
Health Tips
Lifestyle News in Bengali
লাইফস্টাইল খবর
from Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla https://ift.tt/3i2jMaU
১ লক্ষ ৪০ হাজারের বেশি শূন্য পদ! RRB পরীক্ষার তারিখ ঘোষণা করল রেল https://ift.tt/3lVsmL2

এই সময় ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড-এর (RRB 2019) পরীক্ষার তারিখ ঘোষণা করল ভারতীয় রেল। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কম্পিউটার ভিত্তিক প্রথম ধাপের পরীক্ষা। রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব শনিবার এই কথা জানিয়েছেন। এই পরীক্ষার মাধ্যমে মোট ১ লক্ষ ৪০ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। আবেদন করেছেন মোট ২ কোটি ৪২ লক্ষের বেশি চাকরিপ্রার্থী। এই নিয়োগ প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান বলেছেন, 'তিনটি ক্যাটেগরির পদের জন্য কম্পিউটার ভিত্তিক প্রথম পর্বের পরীক্ষা (CBT) আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে। বিশদ পরীক্ষাসূচি খুব শিগগির ঘোষণা করা হবে।' করোনা মহামারীর কারণে অন্যান্য একাধিক পরীক্ষার মতোই RRB পরীক্ষা থমকে গিয়েছিল। বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও NEET (UG) এবং JEE (মেইন) ২০২০ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই প্রতিযোগিতামূলক পরীক্ষা ইস্যুতে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এমন প্রেক্ষাপটে রেল মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের পরীক্ষা শুরুর তারিখের কথা ঘোষণা করা হল। এই প্রসঙ্গে মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'করোনার কারণে বহু পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু এখন JEE এবং NEET-এর জন্য পরীক্ষা আয়োজনের উদাহরন আমাদের সামনে আছে। যার ফলে রেলের স্থগিত পরীক্ষা প্রক্রিয়া ফের শুরু করা যায় বলে মনে করা হয়েছে।' গত বছর করোনা মহামারী শুরুর আগে মোট তিনটি ক্যাটেগরিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেল। সেগুলি হল নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা NTPC (গার্ড, ক্লার্ক ইত্যাদি), মিনিস্টিরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরি বা MI (যেমন স্টেনো, শিক্ষক ইত্যাদি) এবং লেভেল ওয়ান (যেমন পয়েন্ট ম্যান, রেললাইন রক্ষণাবেক্ষণ ইত্যাদি)। এর মধ্যে NTPC-তে মোট শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ২০৮টি। আর MI ক্যাটেগরিতে ১ হাজার ৬৬৩ জন কর্মী নিয়োগ করা হবে। এদিকে, লেভেল-ওয়ান ক্যাটেগরিতে সবথেকে বেশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রেল। এখানে মোট শূন্যপদ ১ লক্ষ ৩ হাজার ৭৬৯টি। আরও পড়ুন: রেলমন্ত্রী পীযূষ গয়ালও পৃথকভাবে ট্য়ুইট করে RRB-র পরীক্ষার তারিখ ঘোষণা করেন। সঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যানের একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি। পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে হবে। এই সংক্রান্ত নির্দেশিকা তৈরি করে ফেলেছে রেল বোর্ড। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla https://ift.tt/3i2jMaU
Previous article
Next article
Leave Comments
Post a Comment